November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular Uncategorized রোজনামচা

ভবিষ্যতে নরকের ইঙ্গিত নিয়ে করোনা ত্রাসে তলানিতে অপরাধ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রোনা প্রতিদিনই গ্রাস করছে মানুষের জীবন। বাড়ছে মৃত্যুর মিছিল। আগামী দিন কী অপেক্ষা করছে কেউ জানে না। এমন দমবন্ধ পরিস্থিতিতেও বড় একটা সুখবর নিয়ে এসেছে করোনা। সেটা হল বিশ্বজুড়ে অপরাধের মাত্রা কমে গেছে উল্লেখযোগ্য হারে। প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে চুরি, ডাকাতি, ছিনতাই,মাদকের মতো অপরাধ।

আমেরিকার অন্যতম সহিংস শহর শিকাগো, সেখানে গত কয়েক সপ্তাহের মাদক সংক্রান্ত অপরাধ গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ হ্রাস পেয়েছে। শহরটিতে অনন্য অপরাধও কমেছে প্রায় সমান হারে। তবে ফৌজদারি আইনজীবীরা বলছেন, এটা অস্বাভাবিক, অর্থনৈতিক অচলাবস্থায় ড্রাগ ডিলাররা সুসময়ের অপেক্ষায় আছে। তাদের সামনে এখন এই ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই।

বিশ্বব্যাপী শহরগুলিতে ভাইরাসটির বিস্তার ঠেকাতে ব্যবস্থা গ্রহণের পরে গত কয়েক সপ্তাহে আশ্চর্যজনকভাবে অপরাধের মাত্রা হ্রাস পেয়েছে। এমনকি যুদ্ধক্ষেত্রের বাইরে সর্বাধিক পর্যায়ের সহিংসতা রয়েছে এমন অঞ্চলের মধ্যেও এখন কম লোক নিহত হচ্ছে এবং কম ডাকাতি হচ্ছে।

তবুও, আইন প্রয়োগকারী কর্মকর্তারা অপ্রত্যাশিত ঘরোয়া সহিংসতার বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। করোনা পরবর্তী সময়ে যখন বিধিনিষেধ প্রত্যাহার করা হবে তখন অবস্থা কেমন হবে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

কোনও শহরে অপরাধের প্রবণতার ক্ষেত্রে হঠাৎ দুই অংকের পরিবর্তন দেখা সত্যিই খুব বিরল ঘটনা। এমনকি অনেক দীর্ঘ সময় ধরেও এমনটা হয় না।। নিউইয়র্ক সিটিতে ১৯৯০এর দশকের অপরাধ হ্রাসের সময় তিন বছরে মধ্যে ৪০ শতাংশ অপরাধ কমেছিল। সেটা ছিল আমেরিকান ইতিহাসের অন্যতম বৃহত্তম পরিবর্তন। তবে এবার একই মাত্রার অপরাধ প্রবণতা কমেছে মাত্র কয়েক সপ্তাহে। এটা খুবই আশ্চর্যজনক।

একই দৃশ্য ভারতেও। ভারতে চলছে ২১ দিনের লকডাউন। মহামারি করোনা সংক্রমণ রুখতে ভারত সরকারের এমন পদক্ষেপে কলকাতায় গত ১০ দিনে অপরাধের মাত্রা কমেছে প্রায় ৫০ শতাংশ। কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা জানিয়েছেন, বছরের প্রথম দুই মাসে সংগঠিত অপরাধের তুলনায় প্রায় অর্ধেক অপরাধ হয়েছে গত ১০ দিনে। কেবল ডাকাতি বা ইভটিজিংই নয়, পকেটমার কিংবা ছিনতাইয়ের ঘটনাও হ্রাস পেয়েছে অনেকটাই।

অপরাধের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে বাংলাদেশেও। করোনা ভাইরাসের কারণে থানাগুলোতে অপরাধ রেকর্ডের হার কমে গেছে। শহর-গ্রামে সর্বত্রই একই অবস্থা। পুলিশ কর্মকর্তারা বলছেন, পথেঘাটে মানুষের কম চলাফেরা করা এবং বেশির ভাগ সময় ঘরে থাকার কারণে অপরাধ কম হচ্ছে। সারাদেশের ৬৪০টি থানায় প্রতি বছর গড়ে ১ লাখ ৪০ হাজার অপরাধের ঘটনা রেকর্ড করা হয়ে থাকে। তাতে প্রতিদিনে গড়ে প্রায় ৪০০টি অপরাধের ঘটনা রেকর্ড হতো। আর এই অপরাধের ঘটনা সাধারণত গ্রামাঞ্চলের থেকে শহরে বেশি হতো। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত মাস থেকে তা হ্রাস পেয়েছে।

তবে এ পরিস্থিতিকে অস্বাভাবিক বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সময়ে অনেক মানুষ যদি বেকার হয়ে পড়ে তাহলে ভাইরাস আতঙ্ক শেষ হওয়ার পর অপরাধ আবার বেড়ে যাবে। অভাবী মানুষের জমানো টাকা শেষ হলে তারা আয় রোজগারের জন্য মরিয়ে হয়ে উঠবেন। তখন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

করোনার কারণ দরিদ্র মানুষ হয়তো কিছুদিন ঘরে থাকবেন। কয়েক দিনের মধ্যে তাদের জমানো টাকা শেষ হয়ে গেলে তারা পথে নামবেন। এতে করে ওই সময়ে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। তারা কাজ না পেয়ে অপরাধে জড়িয়ে পড়বেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে।

করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে করোনার যে বিরূপ প্রভাব পড়েছে, তাতে ৩৩০ কোটি কর্মক্ষম মানুষের আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট বিশ্বে আর আসেনি বলে বলছে জাতিসংঘের এই সহযোগী সংগঠন। এমন বাস্তবতায় করোনায় জীবিকা হারানো মানুষের সুরক্ষায় সরকারগুলি যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবী অপরাধের অভয়ারণ্য হয়ে উঠবে।

Related Posts

Leave a Reply