করোনার ছোবল, যেন ক্ষেপনাস্ত্রের ‘উৎসব’ উত্তর কোরিয়ার
গোটা বিশ্ব করোনার প্রাণঘাতী ছোবলে দিশেহারা। প্রতি মুহূর্তে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দুয়ারে ওঁৎ পেতে বসে মহামারী। আক্রান্ত রাষ্ট্রগুলি যেভাবেই হোক নাগরিকদের প্রাণ বাঁচাতে মরিয়া। সেই সময় ভিন্ন চিত্রই দেখা দিল উত্তর কোরিয়ায়। দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যেন উৎসব করল উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার কোরীয় দ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
কয়েক দফা উৎক্ষেপণ করা এসব ক্ষেপণাস্ত্র স্বল্প মাত্রার বলে জানানো হয়েছে।অন্যদিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমের দিকে নজর রাখা হচ্ছে।
গত ২৯ মার্চ দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। তার আগে গত ২১ মার্চ আরও দু’টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করা হয়।
ওই ক্ষেপণাস্ত্র দুটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক মিসাইল ছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।