লাশ গোনার সময় নেই ব্রিটেনের: করোনায় মৃত বহু
কলকাতা টাইমসঃ
চীনের মতন করোনা মৃত্যুর সঠিক তথ্য গোপন করছে ব্রিটেন। এই প্রসঙ্গে তেমন যুক্তিগ্রাহ্য কারণ না থাকলেও এমনটাই তথ্য উঠে আসছে সেদেশের বিশেষজ্ঞদের বক্তব্যে। তাদের বক্তব্য, ব্রিটেনে যা দেখা যাচ্ছে তার থেকেও অন্তত ১৫ শতাংশ বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসের কারণে। সরকার যে পরিসংখ্যান দিচ্ছে, তাতে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে মৃত্যুর পরিসংখ্যান রয়েছে। কিন্তু বেসরকারি নার্সিং হোমগুলোর কোনো পরিসংখ্যান এর সঙ্গে যুক্ত হয়নি বলে জানা যাচ্ছে।
ব্রিটেনের সরকারি হিসেব অনুযায়ী মৃত্যুর সংখ্যার নিরিখে তারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। সেদেশের বিজ্ঞানীদের মতে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ব্রিটেন ইউরোপের শীর্ষে রয়েছে। মঙ্গলবার ব্রিটেনের সাস্থ মন্ত্রক জানায়, তাদের দেশে মোট মৃতের সংখ্যা ১২,১০৭ জন। অন্যদিকে, সেদেশের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানাচ্ছে, গত ৩ এপ্রিলের মধ্যে ব্রিটেনের নার্সিং হোমে ৫ হাজার ৯৭৯ জন করোনায় মারা গেছেন।