January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শুধু ১০ মিলিয়ন নয় ইমরানকে করোনাও দিলেন ইধি ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুধু করোনা পরীক্ষাই নয় একঘরে অর্থাৎ আইসোলেশনে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার ব্যক্তিগত চিকিৎসক এ খবর জানিয়ে বলেন আজ বুধবারই তার করোনা পরীক্ষার ফলাফল জানানো হবে।

ডন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী ইমরান খানের সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানের ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির দেহে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। তারপর গতকাল ফয়জল ইধির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান ইমরান খান।

তবে এখবর পাকিস্তানে ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কটাক্ষও শুরু করেছে নেটিজেনরা। কেউ বলছে ১০ মিলিয়ানের সাথে করোনা ফ্রি পেলেন ইমরান? আবার কেউ বলছেন ত্রাণের সঙ্গে করোনাও ? ইধি প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ১০ মিলিয়ন হস্তান্তরের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। রাজধানী ইসলমাদে তাদের এই সাক্ষাৎ হয়। এর আগে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতান সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

ইমরানের বিশ্বস্ত সহযোগী ও পাকিস্তানের করোনাভাইরাস প্রতিরোধে ‘ফোকাল পারসন’ ফয়জল সুলতান বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের দেহে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হবে, যাতে সকলেই জানতে পারেন তিনি তার দেশের একজন সচেতন নাগরিক। আমরা সমস্ত নিয়মই পালন করব।’

জানিয়ে রাখি পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা ২০৯ জন,  আক্রান্ত ৯ হাজার ৭৪৯।

Related Posts

Leave a Reply