করোনায় মসজিদই এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ
কলকাতা টাইমসঃ
করোনা নিয়ে পাকিস্তানকে ডোবাবে সেদেশের মসজিদগুলো। বিশেষজ্ঞদের ধারণা সেখান থেকেই করোনা সংক্রমণ ছড়াচ্ছে সেদেশে। যে কারণে রমজান মাসই আপাতত তাদের মাথা ব্যাথার কারণ।জানা যাচ্ছে, গত এক মাসে প্রায় ছ’হাজার করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে পাকিস্তানে। বর্তমানে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে।
রমজানের কারণে মসজিদগুলোয় যদি নামাজের অজুহাতে জমায়েত বাড়তে থাকে, তাহলে আগামী মে-জুন মাসে করোনা ভয়াবহ রূপ নিতে পারে পাকিস্তানে। এখনই সেদেশের সরকারি হাসপাতালগুলোর দম ফেলার সময় নেই। প্রসঙ্গত, সে দেশে মসজিদ খোলা রাখার ব্যাপারে বিভিন্ন মহল থেকে প্রবল চাপ রয়েছে সরকারের ওপর।