স্প্রে করলেই মরবে করোনা !
কলকাতা টাইমসঃ
করোনা নাশক স্প্রে তৈরির দাবি করলো হংকংয়ের বিজ্ঞানীরা। তাদের দাবি একবার স্প্রে করলে একটানা তিন মাস পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এই জীবাণুনাশক। হংকং এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেসের যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি ভাইরাস অ্যাকটিভেট থাকতে পারে সেখানে অনেকটাই কার্যকরী কাজ করবে এই স্প্রে।
লিফটের বটন থেকে সিঁড়ির হাতলে একবার এই জীবানুনাশকটি স্প্রে করলে সেখানে এক ধরনের প্রলেপ তৈরি করবে। প্রলেপটি ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম, যা ৯০ দিন পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। ইতিমধ্যেই হংকং এর বিভিন্ন শপিংমল এবং স্কুল কতৃপক্ষ এই জীবাণুনাশকটির ব্যবহার শুরু করেছে।