‘যদি বানর কখনো বা হয় মানুষ, লজ্জা…’
কলকাতা টাইমসঃ
সেই কবে ভুপেন হাজারিকা গেয়ে গিয়েছিলেন। ‘যদি বানর কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? করোনা আক্রান্ত ভারতে লকডাউনের সময় মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। সেখানে দিব্যি সোশ্যাল ডিস্টেনসিং মেনে চলেছে ভারতীয় একপাল বানর।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু একটি ছবি টুইট করেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি বানরদের ফল খাওয়াচ্ছেন। রাস্তার নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব মেন্টেন করে বসে রয়েছে বেশ কিছু বানর। না, মানুষের মতন হামলে পড়ার বহিঃপ্রকাশ নেই তাদের। আদতে, অরূপ কালিতা নামে এক ব্যক্তি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে এই ছবিটি তোলেন। নেটিজেনদের মন্তব্য, “মানুষের থেকে জীব জন্তুরা যে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ জীব, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।”