বঙ্গে করোনার পরে সামাল দিতে ১.৫ লক্ষ কোটি
কলকাতা টাইমস :
রাজ্যে করোনা লকডাউন পরবর্তী সংকট মোকাবিলায় ১.৫ লক্ষ কোটি টাকার পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয়েছে। নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনীতি সংক্রান্ত যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তারাই এই পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছয়মাসের জন্য এই পরিকল্পনা করা হয়েছে।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই টাস্কফোর্স তৈরি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থসচিবের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল। তারাই এই পরিকল্পনা করেছে। রাজ্য সরকার এই পরিকল্পনা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আবেদন জানিয়ে বলেছেন, করোনা সংকট মোকাবিলায় জিডিপির অন্তত ৬ শতাংশ খরচ করা হোক। অন্যদিকে কেন্দ্রের কাছে বকেয়া থাকা ৫০ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার থেকে রাজ্যের গ্রিনজোন এলাকাগুলিতে কিছু ছাড় দিচ্ছে রাজ্য সরকার। ছোট দোকান খুলবে। তবে সেখানে ভিড় করা যাবে না। অন্যদিকে ২০ জন যাত্রী নিয়ে বাস চলতে পারবে জেলার ভিতরে। বই, চা, পানের দোকান খোলা যাবে। তবে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।