বিপুল কর্মী ছাটাই করতে চলেছে ভারতের শীর্ষ ২৭ টি কোম্পানি
কলকাতা টাইমসঃ
করোনা সংকটে প্রবল সংকটের মুখে বিশ্ব অর্থনীতি। এর করাল গ্রাস থেকে বাঁচার উপায় নেই ভারতীয় শিল্প প্রতিষ্ঠানগুলোরও। দেশজুড়ে লকডাউনের জেরে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে ভারতের প্রথম সারির শিল্প প্রতিষ্ঠানকেও। একটি সমীক্ষা বলছে, ভারতের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে অন্তত ২৭ টি কোম্পানি তাদের কর্মীদের বেতন দিতে পারবে না।
ডিলোইট নামে এক বহুজাতিক সংস্থার সমীক্ষা বলছে ওই শীর্ষ ২৭ টি সংস্থা এরই মধ্যে তাদের কর্মী ছাঁটাই নিশ্চিত করেছে। প্রবল লোকসানের মুখে তারা বেতন দিতে অপারগ। দেশের সেরা ২৭টি সংস্থার এমন দুরাবস্থা অবশ্যই উদ্বেগ সৃষ্টি করছে বিশেষজ্ঞমহলে। লকডাউনের জেরে শুধুমাত্র এপ্রিল মাসে ৯.৮ লক্ষ কোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে দেশজুড়ে।