করোনায় কুপোকাৎ বিশ্ব: অন্যদিকে, বিন্দাস চীন
কলকাতা টাইমসঃ
করোনায় কুপোকাৎ গোটা বিশ্ব। প্রত্যেকদিন মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। এরই মধ্যে উদ্যাম ভ্রমণে মাতলো চীনের নাগরিকরা। দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন শুরু করার পাশাপাশি খুলে দেওয়া হলো চীনের সমস্ত দর্শনীয় পর্যটনক্ষেত্র।
তবে শারীরিক পরীক্ষার পর ভ্রমণার্থীদের দেওয়া হচ্ছে ‘গ্রিন কার্ড’। যা আদতে তাদের ভ্রমণের অনুমতি পত্র। এরই মধ্যে হুবেই প্রদেশের ২৬৬ টি ট্যুরিস্ট স্পট খুলে দেওয়া হয়েছে। যদিও শরীরের তাপমাত্রা এবং অন্যান্য পরীক্ষা করেই দর্শনার্থীদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। সোশ্যাল ডিস্টেনসিং বজায় রাখার দিকেও জোর দেওয়া হচ্ছে সমান ভাবে।