February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সব্জির ব্যাগে লুকোনো ক্যামেরায় ছবি তুলে জিতে নিলেন পুলিৎজার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাজের প্রতি দায়বদ্ধতা বোধহয় একেই বলে। চূড়ান্ত অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীর করা নজরদারির মধ্যেও রুদ্ধশাসকরা ছবি তুলে জিতে নিলেন  সাংবাদিকতার সন্মান পুলিৎজার পুরস্কার। শ্রীনগরের বাসিন্দা তিন সাংবাদিকের নাম দার ইয়াসিন, মুক্তার খান ও চান্নি আনন্দ। 

ইয়াসিন, আনন্দ এবং মুক্তার পুরস্কারটি জিতেছেন ফিচার-ফটোগ্রাফি বিভাগে। কখনো অপরিচিতের বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে কখনোবা সবজির ব্যাগে ক্যামেরা লুকিয়ে বিক্ষোভ এবং পুলিশি অভিযান থেকে মানুষের প্রাত্যহিক জীবনের ছবি তুলে ধরেছেন এই ৩ যুবক। এরপর স্থানীয় বিমানবন্দরে গিয়ে যাত্রীদের অনুরোধ করেছেন ছবিগুলি দিল্লির এপি’র অফিসে পৌঁছে দিতে। 

Related Posts

Leave a Reply