৮০ র পর ২০, এবার বাড়ির ছাদে বসেই হিমালয় দর্শন করল বিহার
কলকাতা টাইমস :
এই গ্রাম থেকে নেপালের মাউন্ট এভারেস্ট কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রাম থেকে ১৯৮০-র দশকে এভারেস্ট দেখা যেত। কিন্তু দূষণের কারণে তার পর আর সেটা সম্ভব হয়নি। কিন্তু করোনার কারণে আবার তা সম্ভব হল। এখন বিহারের সীতামরহি জেলার সিংহবাহিনী গ্রামের মানুষ সকালে ঘুম উঠে খেয়াল করেন, দূরে পাহাড় পর্বত দেখা যাচ্ছে। পরে তারা বুঝতে পারেন, এটা হিমালয়ের মাউন্ট এভারেস্ট। গ্রামের মানুষ এখন বাড়ির ছাদে উঠলেই হিমালয়ের দর্শন পাচ্ছেন।
এর আগে পঞ্জাবের গ্রাম থেকে দেখা গিয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। সে বার লকডাউন শুরু দিন কয়েক পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার একই রকম ছবি উঠে এল বিহারের এক গ্রাম থেকে।
লকডাউনে কল-কারখানা, যানবাহন সব বন্ধ। তাই বাতাসে ধোঁয়া, ধূলোর পরিমাণ এতটাই কমে গিয়েছে যে, ফের এই গ্রামের মানুষ ঘরে বসে এভারেস্ট দেখতে পাচ্ছেন।এই এলাকার গ্রামপঞ্চায়েত প্রধান ঋতু জয়সওয়াল গ্রাম থেকে তোলা এভারেস্টের ছবি পোস্ট করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, “আমরা এখন বাড়ির ছাদ থেকে এভারেস্ট দেখতে পাচ্ছি।” ঋতুর এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।