উহানের রাস্তায় স্কুলের পথে উচ্ছল শিশুরা
কলকাতা টাইমসঃ
করোনার আঁতুরঘর বলে পরিচিত উহানের রাস্তায় আবারও দেখা গেলো উচ্ছল স্কুল ছাত্রদের। স্কুলের রঙিন পোশাকে বেশ উৎসাহের সঙ্গে স্কুল চত্বর রাঙিয়ে তুললো চীনের শহরের কাঁচারা। কিছুদিন ধরেই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উহান। বর্তমানে বিশ্ববাসীর চোখে এই শহরের নাম এবং করোনা ভাইরাস এখন প্রায় সমার্থক।
ইতোমধ্যেই উহান থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। আজ বুধবার দীর্ঘদিন পর স্কুলে ফিরলো শিশুরা। প্রায় তিন মাস পর শহরের প্রায় ১২০ টি স্কুল আজ খুলে দেওয়া হয়েছে। এতদিন লকডাউনের কারণে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। যদিও বেইজিংয়ে এখনও বন্ধই রয়েছে বিভিন্ন স্কুল।