লকডাউন নেই, তাও বাড়িতেই পৌঁছে যাচ্ছে সরকারি ‘ভেজিটেবল অন হুইল’
কলকাতা টাইমসঃ
ভুটানে সরকারিভাবে কোনো লকডাউন ঘোষণা করা হয়নি। তা সত্বেও বাজার হাটে মানুষের ভিড় এড়াতে অভিনব উদ্যোগ নিলো সেদেশের সরকার। সরকারি উদ্যোগে গাড়ি করে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে নানান সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ভেজেটেবলস অন হুইল’।
একই সঙ্গে, খাদ্য সামগ্রী উৎপাদনে ব্যাপক জোর দিয়েছে ভুটান। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ২০ টি জেলাতেই কৃষি পণ্য উৎপাদনে জোর দেওয়া হয়েছে। ভুটানে এখনও পর্যন্ত মাত্র ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। সুস্থ হয়েছেন ৫ জন। বর্তমানে দু’জন চিকিৎসাধীন। তাদেরও সুস্থ করে বাড়িতে ফেরানোর করেছে এই পাহাড়ি দেশটি।