সবাইকে পেছনে ফেলে আক্রান্তে এগিয়ে ভারত, দেশে ৩০০ টি নতুন হটস্পট
কলকাতা টাইমস :
লকডাউনের তৃতীয় পর্যায়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ছুঁয়ে ফেলতে চলেছে। সঙ্গে বাড়ছে দেশে হটস্পট কেন্দ্রও। দেশে নতুন করে ৩০০ টি হটস্পটের সন্ধান পেয়ে গিয়েছে কেন্দ্র।
শুধুমাত্র ৮ থেকে ৯ মের মধ্যেই দেশে করোনা পরিস্থিতির জেরে ৩৩২০ জনের নতুন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। অন্যদিকে এই দুদিনে ৯৫ জনের মৃত্যুর খবরও এসেছে। দেশে সুস্থ হয়ে উঠছেন ১৭৮৬৪ জন। করোনার প্রবল দংশন কাটিয়ে এই রোগীরা ঘরে ফিরছেন। এদিকে, ভারতের করোনার জেরে সুস্থতার শতাংশ ২৯.৯১ । যে হার রীতিমতো কম বলে মনে করা হচ্ছে।
তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা প্রবল বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। তবে বহু সংখ্যক টেস্টিং দেশে হচ্ছে বলেই আক্রান্তের আসল সংখ্যা জানা যাচ্ছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের।
দেশে নতুন করে ৩০০ টি করোনা হটস্পটের সন্ধান পেয়ে গিয়েছে কেন্দ্র। এর জেরে করোনা নিয়ে কেন্দ্রের কাছে স্পষ্ট হয়েছে কোভিড মানচিত্র। আরোগ্য সেতু অ্যাপের দ্বারা দেশে কোথায় কোথায় হটস্পট রয়েছে তা জানা গিয়েছে। একথা জানিয়েছে নীতি আয়োগ। আরোগ্য সেতু অ্যাপের দ্বারা দেশে মোট ৬৫০ টি নতুন করোনা হটস্পটের সন্ধান পাওয়া গিয়েছে। নীতি আয়োগের তরফে জানানো হয়েছে যে ৯৬ মিলিয়ন মানুষ এই হটস্পটে রেজিস্টার করেছে। এই অ্যাপই জানান দিচ্ছে যে , কাকে টেস্ট করতে হবে, আর কোথায় গিয়ে টেস্ট করতে হবে।