করোনার ভ্যাকসিন তৈরী করার পর তা প্রথম তুলে দেওয়া হবে আমেরিকাকে
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন তৈরী করার পর তা প্রথম তুলে দেওয়া হবে আমেরিকাকে। ফ্রান্সের প্রথম সারির ওষুধ প্রস্তুতকারী সংস্থা সানোফির এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেদেশে। সানোফির এই ঘোষণার পরই আজ তাদের সঙ্গে কথা বলেন ফ্রান্সের উপ-অর্থমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার-রুনাচার।
প্রসঙ্গত, সানোফির কর্ণধার পল হাডসন জানান, ভ্যাকসিনের গবেষণায় বিপুল অর্থ সহায়তা করায় প্রথম দাবিদার হবে আমেরিকা। কারণ, তারা ঝুঁকি নিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করেছে। উল্লেখ্য, গত এপ্রিলে ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সো-স্মিথক্লাইনের সঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে যৌথ গবেষণা শুরু করে সানোফি। যদিও এই ভ্যাকসিনটি বাজারে আসতে এখনো ঢের দেরি রয়েছে।