করোনার বিরুদ্ধে লড়াইয়ে আয়ুর্বেদই হাতিয়ার ভারতের
কলকাতা টাইমসঃ
করোনার বিরুদ্ধে লড়াইয়ে আয়ুর্বেদকেই হাতিয়ার করে এগোতে চাইছে ভারত। একটি টুইট বার্তায় তেমনটাই জানিয়েছেন দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, কভিড- ১৯ এর বিরুদ্ধে চারটি আয়ুষ ফর্মুলেশন নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হচ্ছে।
তিনি জানান, করোনা রোগীদের জন্য একটি অ্যাড-অন থেরাপি এবং স্ট্যান্ডার্ড কেয়ার হিসাবে ওই ওষুধগুলো ব্যবহারের চেষ্টা করা হবে। সিএসআইআর এই ওষুধগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। সিএসআইআর বিশ্বের বৃহত্তম পাবলিক ফান্ডিং বিজ্ঞান এবং শিল্প গবেষণা সংস্থা। তাদের আশা এই ওষুধই করোনা মহামারি থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে বিশ্বকে।