কথা বলাও বন্ধ করবে করোনা ভাইরাস !
কলকাতা টাইমসঃ
এবার কি কথা বলার ওপরেও লাগাম পড়াতে চলেছে করোনা ভাইরাস। সম্প্রতি মার্কিন গবেষকদের এক গবেষণায় তেমনটাই ইঙ্গিত মিলছে। কথা বলার সময় নিঃসৃত মাইক্রো ড্রপলেটসের ওপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের অনুমান উচ্চস্বরে কথা বললে প্রতি মিনিটে এক হাজারেরও বেশি ভাইরাসযুক্ত জলীয় কণা ছিটকে বের হতে পারে। এমনকি অবরুদ্ধ জায়গায় তা প্রায় ৮ মিনিট সময় ধরে বাতাসে ভেসে থাকতে পারে। এই তথ্য মাস্ক পরার গুরুত্ব আরও বাড়িয়ে দিলো।