ভারতের করোনা ত্রাণ, পাকিস্তানের মোট জিডিপির সমান
কলকাতা টাইমসঃ
ভারত সরকারের করোনা মোকবেলায় খরচের অংক পাকিস্তানের মোট জিডিপির প্রায় সমান। প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার বিরুদ্ধে যুঝতে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষনা করেন। ডলারের অংকে এই টাকার মূল্য প্রায় ২৬৬ বিলিয়ন মার্কিন ডলার। গত দুদিন ধরে যার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নরেন্দ্র মোদী জানান এই প্রকল্প ভারতের জিডিপির প্রায় দশ শতাংশ। অন্যদিকে, বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য বলছে, করোনা মহামারির শুরুতে পাকিস্তানের মোট জিডিপি ছিল ২৮৪ বিলিয়ন মার্কিন ডলার। করোনা আক্রান্ত বিশ্বে ভারতের এই প্রকল্প টাকার অংকের নিরিখে বিশ্বের পঞ্চম বৃহত্তম। শুধু তাই নয়,এই করোনা প্যাকেজ- ভিয়েতনাম, পর্তুগাল, গ্রিস, নিউজিল্যান্ড ও রোমানিয়ার জিডিপির থেকেও যথেষ্ট বেশি।