বিপুল পরিমানে অ্যান্টিবডি টেস্ট শুরু করলো মস্কো
কলকাতা টাইমসঃ
লকডাউন তুলে দেওয়ায় লক্ষে প্রতিদিন হাজার হাজার নাগরিকের অ্যান্টিবডি পরীক্ষা করা শুরু করেছে মস্কো। উপসর্গহীন করোনা বাহকদের খুঁজে বের করাই তাদের লক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, কয়েকদিনের ব্যবধানে প্রায় ৭০ হাজার টেস্ট করবেন তারা। এই কাজের জন্য ৩০ টি ক্লিনিকে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করবে তারা।
উল্লেখ্য, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ব্রিটেন এবং স্পেনকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাশিয়ায় এখনো পর্যন্ত ২,৭২০০০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত প্রায় আড়াই হাজার।