February 24, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ধর্ষণ নিয়ে আবারো বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের !  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কাঠুয়া ধর্ষণকাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড়ের মধ্যে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। রবিবার তিনি বলেন, ”ভারতের মতো এতবড় দেশে দু’একটা ধর্ষণের ঘটনা ঘটতেই পারে। আমরা তা আটকাতে পারি না। তবে এই বিচ্ছিন্ন ঘটনাগুলিকে এতবড় করে দেখানোর কিছুই হয়নি।”

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর এমন কথা সামনে আসার পরই দেখা দিয়েছে বিতর্ক। যদিও এরপরই নিজেকে সামলাতে তিনি বলেন, ”এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। সরকার সর্বদাই সতর্ক।” গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ধর্ষণের ঘটনায় কেন্দ্রের ব্যর্থতাকেই দায়ী করেছে বিরোধীরা। তবে, সাম্প্রতিকতম কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনা কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের একমঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে। শুধু রাজনৈতিক মঞ্চেই নয়, এই ঘটনাগুলির বিরুদ্ধে কেন্দ্রের ব্যর্থতাকেই দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন দেশ ও বিদেশের ৬০০ শিক্ষাবিদ।

 

Related Posts

Leave a Reply