লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে মার্কিন মুলুকে অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সমাবর্তন
কলকাতা টাইমসঃ
লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে মার্কিন মুলুকে এই প্রথম অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সমাবর্তন। করোনা মনোকাবেলায় বিশ্বজুড়ে আরোপ করা হয়েছে নানান বাধা নিষেধ। এড়িয়ে চলা হচ্ছে ব্যাপক জনসমাবেশ। এমনই পরিস্থিতিতে নজিরবিহীনভাবে বিকল্প সমাবর্তনের আয়োজন করা আমেরিকায়। সেখানে বক্তব্য রাখেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়, নোবেলজয়ী মালালা ইউসুফজাই, আরনল্ড শোয়ার্জেনেগার, এবং সঙ্গীতশিল্পী ব্যাড বানি প্রমুখকে। ওবামা করোনা মোকাবেলায় নাম না করে মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন। ওবামা বলেন, অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বের নেতৃত্ব ‘ভান’ টুকুও দেখাচ্ছে না। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পড়ুয়াদের উৎসাহিত করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।