করোনার মাঝেই প্রকৃতির রোষে বঙ্গ, কাঁপছে আকাশ-পাতাল
কলকাতা টাইমস :
করোনার আবহের মাঝেই বাংলায় ঘনিয়ে এসেছে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। বুধবার যখন সুপার সাইক্লোনের আম্ফান যখন আছড়ে পড়ছে প্রচন্ড গতিতে ঠিক তখনই আম্ফানের আতঙ্কে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। এদিন মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১।
বাঁকুড়ায় ভূমিকম্প বুধবার সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ হয়। ভুপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল তার উৎসস্থল। ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এই ভূমিকম্প হয়। বাঁকুড়ায় সেকেন্ড দুয়ের জন্য স্থায়ী ছিল ভূমিকম্প।
স্থানীয়রা আতঙ্কে বাড়ির বাইকে বেরিয়ে আসে। এদিকে বাইরে আম্ফানের প্রভাবে চলছে ঝড়-বৃষ্টি। আতঙ্কে রাজ্যের মানুষ। রাজ্যের দিকে ক্রমশই ধেয়ে আসছে সুপার সাইক্নোন। তার আগে আবার ভূমিকম্পের হানা। প্রাকৃতিক দুর্যোগ, প্রস্তুত প্রশাসন বুধবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ-টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রায় ১২ ঘণ্টা তাণ্ডব চালাবে এই ঝড়। ২০টি বিপর্যয় মোকাবিলা দল বাংলায় ত্রাণ ও উদ্ধারের কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নৌসেনাও প্রস্তুত রাখা হয়েছে।