September 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

প্রতি চার বছরে, সৌভাগ্য না দুর্ভাগ্যের প্রতিক?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

৯শে ফেব্রুয়ারি দিনটি প্রতি চার বছরে একবার আসে৷ লিপ ইয়ার বা অধিবর্ষ কি সত্যিই দুর্ভাগ্য বয়ে আনে? জার্মানিতে এই দিনটি নিয়ে কিছু অন্ধবিশ্বাস রয়েছে আর নানা প্রথার কথা থাকছে আজকের এই দিনটি নিয়ে।

জার্মানরা যা মনে করেন : জার্মানদের কেউ কেউ বিশ্বাস করেন, লিপ ইয়ার বা অধিবর্ষ দুর্ভাগ্য বয়ে আনে, যদিও তা কখনো প্রমাণ করা যায়নি৷ তবে দুর্ভাগ্য এড়ানোর কিছু উপায় আছে৷ জার্মানিতে গুবরে পোকা, শুকর, ‘ফোর-লিফ ক্লোভার’ এবং চিমনি সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়৷ তাই লিপ ইয়ারের দুর্ভাগ্য কাটাতে চাইলে এদের সাহায্য নেন জার্মানরা৷

লিপ ইয়ার ঠান্ডার বছর : জার্মানির কৃষকরা বিশ্বাস করেন, লিপ ইয়ারে ঠান্ডা বেশি পড়ে৷ তাদের জন্য এটা আতঙ্কের৷ কেননা অসময়ে প্রচণ্ড ঠান্ডা খাদ্যশস্য উৎপাদনের পথে ক্ষতির কারণ হতে পারে৷ তবে আশার কথা হচ্ছে, এ বছর এখনো সেরকম ঠান্ডা দেখা যায়নি৷

আংটি পড়ান : আপনার সঙ্গীকে বিয়ে করতে চাইছেন ? ২৯শে ফেব্রুয়ারি টাউন হল (জার্মানির কাজি অফিসও বলতে পারেন) বলতে গেলে খালি থাকে৷ দিনটি দুর্ভাগ্যজনক বলে ব্যাপারটা এমন মনে করবেন না৷ আসলে লিপ ইয়ারে বিয়ে অনেক হয়, শুধু এই দিনটাতে একটু কম আর কি!

ভালোবাসার কথা জানান – গাছ দিয়ে : জার্মানিতে অধিবর্ষ নয় এমন বছরগুলোতে সাধারণত ১ মের আগের রাতে প্রেমিকার বাড়ির সামনে একটি সাজানো ভুজগাছ রেখে প্রেমের প্রস্তাব দেওয়া হয়৷ অধিবর্ষে ব্যাপারটা হয় উল্টো৷ এই সময়ে প্রেমিকা তার প্রেমিকের বাড়ির সামনে গাছ রেখে আসে৷

কার্নিভালের নেতৃত্ব বদলে যায় : জার্মানির রাইনল্যান্ড অঞ্চলে লিপ ইয়ারে কার্নিভালের নেতৃত্ব দেন একজন নারী, এটাই ঐতিহ্য৷ তবে অন্য সময় এটা পুরুষের দায়িত্ব৷

পরিবারের সঙ্গে সময় কাটান : ২৪টা বাড়তি ঘণ্টা জার্মানদের কাছে কম নয়৷ এক গবেষণায় দেখা গেছে, ৭৬ শতাংশ জার্মান এই দিনটা তাদের পরিবারের সঙ্গে কাটাতে চান, যদি তাদের সেদিন কাজ করতে না হয়৷ এ বছর ২৯শে ফেব্রুয়ারি হচ্ছে সোমবার৷ তাই এই আশা অনেকের পক্ষেই পূরণ সম্ভব হচ্ছে না৷

তরুণ থাকুন : আপনি আপনার বিয়ের দিন ঠিক করতে পারেন, জন্মদিন নয়৷ অধিবর্ষে যাদের জন্ম, এমন বাচ্চাদের জন্মদিন পালনের জন্য চার বছর অপেক্ষা করা কষ্টকর হতে পারে৷ কিন্তু বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে সেটাই হতে পারে আনন্দের৷ তাই চার বছর পর পর জন্মদিন পালন করে নিজেকে তরুণ রাখুন৷ তাহলে আর দিনটিকে বা নিজেকে দুর্ভাগা মনে হবে না৷

Related Posts

Leave a Reply