November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

কী গেরো ! মানুষ অদৃশ্য করার কৌশল আদালতের সামনে ফাঁস করতে হবে ভুবনখ্যাত জাদুকরকে ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আমেরিকায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া জাদুকর ডেভিড কপারফিল্ড। ২০১৩ সালে মানুষকে অদৃশ্য করার একটি জাদু দেখিয়েছিলেন তিনি। কিন্তু সেই জাদুর সূত্র ধরেই তাঁকে শেষমেশ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কেবল তাই নয়, আদালত বলেছে, মানুষ অদৃশ্য করার সেই কৌশলটাও ফাঁস করতে হবে তাঁকে। লাস ভেগাসে ‘লাকি থার্টিন’ প্রদর্শনীতে জাদুটি দেখান কপারফিল্ড।

সেখানে তিনি দর্শকদের মধ্য থেকে ১৩ জনকে বেছে নেন এবং তাদের অদৃশ্য করে ফেলেন। ওই ১৩ দর্শকের মধ্যে ছিলেন গ্যাভিন কক্স (৫৮) নামের এক ব্যক্তি। তিনিই পরে কপারফিল্ডের নামে মামলা করেন। কক্সের অভিযোগ, ওই জাদুর সময় তিনি ঘাড়ে আঘাত পান। কক্সের দাবি, ১৩ জনকে মঞ্চে নেওয়ার পর কপারফিল্ড তাদের ঝুলন্ত একটি দোলনার ১৩টি চেয়ারে বসান। এরপর তাদের চারপাশে একটি পর্দা নামিয়ে দেওয়া হয়। কিছুুক্ষণ পর ওই পর্দা উঠে গেলে দেখা যায়, দোলনার ১৩টি চেয়ার ফাঁকা। কক্স বলেন, পর্দা নেমে যাওয়ার পর গোপন একটি পথে তাদের ওই মঞ্চ থেকে সরিয়ে ফেলা হয়। আর সরানোর সময় তিনি আঘাত পান।

এই অবস্থায় আদালত নির্দেশ দিয়েছে, কপারফিল্ডকে তাঁর জাদুর কৌশল ফাঁস করতে হবে। তাঁর আইনজীবী অবশ্য বিরোধিতা করে যুক্তি দেখান, এতে তাঁর মক্কেল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আদালত সেই যুক্তিকে আমল দেননি। তাই আগামী মঙ্গলবার আদালতের সামনে কপারফিল্ডকে মানুষ অদৃশ্য করার কৌশল প্রকাশ করতেই হচ্ছে।

 

Related Posts

Leave a Reply