‘ইন্ডিয়া’ নয় কেবল ‘ভারত’ নামেই পরিচিতি পাবে দেশ
কলকাতা টাইমস:
এবার কি বিলোপ হবে ‘ইন্ডিয়া’ বা ‘হিন্দুস্তান’ নামের। কেবল ‘ভারত’ নামেই পরিচিতি পাবে এই দেশ। তেমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে। আগামী ২ জুন এই নিয়ে একটি শুনানি শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে। দেশের একটি নির্দিষ্ট নাম রাখার জন্য সম্প্রতি শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের হলফনামা চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
কথিত আছে, চন্দ্রবংশীয় রাজা ভরতের নামানুসারে এই দেশের নামকরণ হয়েছিল। ইংরেজিতে ইন্ডিয়া নামের উৎস হিসেবে বলা হয়, গ্রিকরা ভারতীয়দের ইন্দাস অর্থাৎ সিন্ধু অববাহিকার অধিবাসী বলতেন।দিল্লির বাসিন্দা জনৈক মামলাকারীর দাবি, ভারত নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস।