বিক্ষোভের লাইভ সম্প্রচারে পুলিশের গুলি সাংবাদিককে!
কলকাতা টাইমসঃ
অগ্নিগর্ভ আমেরিকা। এক কৃষ্নাঙ্গকে পুলিশের গুলি করার ঘটনায় উত্তাল সেদেশ। বিক্ষোভের আগুন আছড়ে পড়েছে হোয়াইট হাউজের সামনেও। এরই মধ্যে বিক্ষোভের করে সরাসরি লাইভ সম্প্রচারের সময় এক সাংবাদিককের ওপর গুলি চালানোর অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে।সরাসরি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা।
লুইসভিলে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভের সময় ‘ওয়েভ-৩’ নিউজের এক প্রতিবেদক ক্যাটলিন রাস্ট সরাসরি খবর প্রচার করছিলেন। প্রতিবেদক ক্যাটলিন রাস্ট স্টুডিওতে থাকা অ্যাংকরকে বলছেন, আমরা লাইনের পিছনে আছি। হঠাৎই তাকে বলতে শোনা যায়, আমি গুলিবিদ্ধ হয়েছি! রাবার বুলেট, আমি ঠিক আছি। রাস্ট বলেন, সরাসরি আমাদের দিকে একজন অফিসার তার অস্ত্র তাক করে রয়েছেন। সরাসরি ক্যামেরায় তাকে দেখাও যাচ্ছিলো।