ক্রীড়াঙ্গনেই কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ লিভারপুলের
কলকাতা টাইমসঃ
মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশের হাতে খুন হওয়ার ঘটনার পর উত্তাল আমেরিকা। ইতিমধ্যেই রাস্তায় নেমেছে নিউজিল্যান্ডের মানুষ। এবার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো ক্রীড়াঙ্গনেও। লিভারপুলের খেলোয়াড়রা প্র্যাক্টিসের সময় মাঠেই প্রদর্শন করলেন তাদের অভিনব প্রতিবাদ। পুলিশ ওই যুবককে হাটু দিয়ে চেপে ধরেছিলেন।
সেই ঘটনার প্রতিবাদে লিভারপুলের খেলোয়াড়রা মাঠের মধ্যে হাঁটু মুড়ে বসে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় পল পগবাও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, ২৫ মে ফ্লয়েডকে গ্রেফতারের পর ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে হাঁটু দিয়ে চেপে তার শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে পুলিশকর্মী ডেরেক চোবিনের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে।