পাহাড় না পসন্দ করোনার
কলকাতা টাইমসঃ
আপনি নি পাহাড়ের বাসিন্দা? তাহলে এযাত্রায় করোনার হাত থেকে বোধ হয় বেঁচেই গেলেন। বিশ্বজুড়ে চালানো এক গবেষণা থেকে জানা যাচ্ছে, পাহাড় তেমন পছন্দ করে না করোনা ভাইরাস। সমতলটাই এই মারণ ভাইরাসের বেশি রকমের পছন্দ। বিশ্বের বিভিন্ন পাহাড়ি এলাকার মানুষদের মধ্যে করোনা আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম। গবেষণা বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় বসবাসকারীদের অনেক কম করোনা সংক্রমণ দেখা গেছে।
গবেষকরা বলিভিয়া, ইকুয়েডর, তিব্বত এবং চীনের করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য নিয়ে একটি সমীক্ষা করেন। দেখা যায়, পার্বত্য এলাকা তিব্বতে করোনা সংক্রমণ ভীষণ রকম কম। একই ছবি বলিভিয়া এবং ইকুয়েডরের আন্দিজ পার্বত্য এলাকায়। গবেষণায় দেখা গেছে, পেরুর কুসকোয় ৪,২০,০০০ হাজার মানুষের বাস। এই অঞ্চলে মাত্র ৩জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্ত মাত্র ৯১৬ জন।