প্রথম ধাপে প্রস্তুত করা হবে ১০ কোটি করোনা ভ্যাকসিন
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন গবেষণা নিয়ে দারুন সব তথ্য দিলেন আমেরিকার ইনস্টিটিউট অব হেলথ-এর ডিরেক্টর ডা. ফ্রান্সিস কলিন্স। তার দাবি, আগামী বছরের শুরুতেই প্রায় ১০ কোটি (ডোজ) ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডের্না এবং ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনসার গবেষণার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। দুজনেই যথেষ্ট আশাবাদী।
এছাড়াও জনসন অ্যান্ড জনসন, সানোফি এবং মের্ক ভ্যাকসিন কোম্পানি তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। যদিও তারা কেউ এখনো ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারেনি। প্রসঙ্গত, বিশ্বজুড়ে এখনো পর্যন্ত মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছে ৬৭,২,৬৬২ জন। মৃত্যু হয়েছে প্রায় ৪ লক্ষ মানুষের।