করোনায় রেসপিরেটরি ফেইলিওরের কারণ আপনার ‘ব্লাড গ্রূপ’ !
কলকাতা টাইমসঃ
করোনায় আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্ট জনিত কারণের জন্য দায়ী আপনার ব্লাড গ্রূপ।ইতালি এবং স্পেনের মোট ১৬০০ রোগীর উপর সমীক্ষা চালিয়ে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের দাবি ‘A Positive’ ব্লাড গ্রূপের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার পর তীব্র শাসকষ্টের সম্মুখীন হতে হচ্ছে। ‘O’ ব্লাড গ্রূপের ব্যক্তিরা সবচেয়ে বেশি সুরক্ষিত।
গবেষকদের মতে, ‘কোভিড আক্রান্ত রোগীদের বেশিরভাগেরই মৃত্যুর অন্যতম কারণ হলো রেসপিরেটরি ফেলিওর।’ সমীক্ষায় দেখা যায় বয়স্ক পুরুষরাই করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি।মলিকিউলার বায়োলজির বিশেষজ্ঞ ডা. আর এন মাকরু জানান, ‘রোগের সঙ্গে ব্লাড গ্রুপের গভীর যোগ থাকে।