সলিল সমাধি থেকে জেগে উঠছে ৭৪ বছর আগে ডুবে যাওয়া গ্রাম !
কলকাতা টাইমসঃ
ইতালির এক সলিল সমাধি প্রাপ্ত গ্রামের নাম ‘ফাব্রিচ দি ক্যারেজিন’। ইতালির লুকায় অবস্থিত গ্রামটি ১৯৪৬ সালে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে হৃদের তলায় তলিয়ে যায়। ১৯৯৪ সালে গ্রামটি শেষবার জেগে উঠে আবারও হারিয়ে যায়।
একসময় ৩.৪ কোটি কিউবিক মিটার জলে ডুবে যাওয়া এই গ্রামে রয়েছে পাথরের বাড়ি, ব্রিজ, চার্চ, যা এখনো রয়েছে। ১৯৫৮, ১৯৭৪, ১৯৮৩ এবং ১৯৯৪ সালে একবার করে গ্রামটি জেগে ওঠে। এর মূল কারণ প্রতি ১০ বছর অন্তর বাঁধটি সংস্কার করা হয়।
এক ফেসবুক পোস্টে শহরের প্রাক্তন মেয়রের মেয়ে লরেঞ্জা গিওর্গি জানান, আগামী বছরের মধ্যেই হৃদটি শুকিয়ে যাবে। বাবা মারিও পাগলিয়া মেয়র থাকাকালীন ১৯৯৪ সালে গ্রামটি একবার জেগে ওঠে। উল্যেখ্য, অনেক দিন ধরেই হৃদ শুকিয়ে গ্রামটিকে আগের রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলো প্রশাসন।