ফরাসি সেনার হাতে খতম আলকায়দা প্রধান
কলকাতা টাইমসঃ
ফরাসি সেনার হাতে খতম আলকায়দা ইন ইসলামি মাগরিব প্রধান আবদেল মালেক ড্রুকদেল। মালির উত্তরপশ্চিমেরে তেসালিত শহরে এই বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। আলকায়দার প্রথম সারির এই নেতা ড্রুকদেল উত্তর আফ্রিকা এবং সাহারা অঞ্চলের সমস্ত জিহাদি দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি গতকাল শুক্রবার একথা জানান। শুক্রবার ইসলামি স্টেট ইন দ্য গ্রেটার সাহারার এক শীর্ষ নেতাকেও গ্রেপ্তারের দাবি করেছে তারা। ফ্রান্স সাহেল এলাকায় অন্তত ৫০০০ সেনা মোতায়েন করেছে বলে খবর। প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই মালি ইসলামি সন্ত্ৰাসবাদী গোষ্ঠীগুলির হামলার শিকার।