দেশে প্রথম ‘রেমডিসিভির’ ট্রায়াল শুরু করবে মহারাষ্ট্র
কলকাতা টাইমসঃ
রাজ্য সামলাতে ‘রেমডিসিভি’ আমদানির করার কথা ভাবছে করোনায় নাস্তানাবুদ মহারাষ্ট্র। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে করোনা চিকিৎসায় এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে তারা। প্রসঙ্গত, করোনা সংক্রমণে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। ইতিমধ্যেই আক্রান্তের নিরিখে কানাডাকে ছাপিয়ে গিয়েছে এই রাজ্য।
রেমডিসিভির একমাত্র সিকৃত উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্স। তাদের অনুমতি না পাওয়ায় ভারতীয় কোনো কোম্পানিই এখনো রেমডিসিভি উৎপাদন শুরু করেনি। অন্যদিকে মার্কিন কোম্পানির ওষুধটি যথেষ্ট দামি। তাই বাংলাদেশ থেকে অনেকটাই সস্তায় রেমডিসিভি আমদানির পরিকল্পনা করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বাংলাদেশের অন্তত দুটি কোম্পানি ঘরোয়া ভাবে এই ওষুধটি তৈরী করে থাকে। যদিও বাংলাদেশের কোনও ওষুধ কোম্পানির এখনও রেমডিসিভি উৎপাদনের আন্তর্জাতিক সীকৃতি নেই। সাধারণত নিজেদের দেশের জন্যই তারা ওষুধটি উৎপাদন করতে পারে।