জাতীয় সংগীত গাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বাধ্যতামূলক থাকছে না ফুটবল মাঠে !
কলকাতা টাইমসঃ
খেলা শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার সময় আর দাঁড়িয়ে থাকা বাধ্যতামূলক থাকছে না। এমনই আজব সিদ্ধান্ত নিলো মার্কিন ফুটবল ফেডারেশন। প্রসঙ্গত, কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের ব্যাপক প্রভাব পড়েছে আমেরিকান ফুটবলে। ইউএসএসএফ জানাচ্ছে, ম্যাচের আগে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার জন্য কাওকেই আর বাধ্য করা হবে না। চাইলে হাঁটু গেড়ে বসা যাবে।
ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে যথেষ্ট অখুশি প্রেসিডেন্ট ট্রাম্প। ইউএসএসএফ’র এই সিদ্ধান্তেই আপত্তি জানিয়ে আর কখনো মাঠে না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য ম্যাট গেয়েৎস জানান, এমন ফুটবল দল আমেরিকায় না থাকাই ভালো। প্রসঙ্গত, জাতীয় সংগীতের সময় হাঁটু গেড়ে বসা ২০১৭ সালে নিষিদ্ধ করে ইউএসএসএফ। সেই নিয়ম থেকেই ফের সরে এল মার্কিন ফুটবল ফেডারেশন।