চীন-ভারত দামামায় শেয়ার বাজারে ব্যাপক পতন
কলকাতা টাইমসঃ
ভারত-চীন উত্তেজনার ফল স্বরূপ ব্যাপক ধ্বস নামলো ভারতীয় শেয়ার বাজারে৷ যার ফলে একদিনে বিনিয়োগকারীদের প্রায় ৩৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।বিএসই এক ধাক্কায় ৬০০ পয়েন্ট নেমে গিয়ে দাঁড়ায় ৩৩২৪১ পয়েন্টে৷ আর নিফটির পতন হয় ২০০ পয়েন্ট৷
মঙ্গলবার সকাল থেকে ঊর্ধ্বমুখীই ছিল শেয়ার সূচক৷ বিনিয়োগকারীদের চওড়া হাসি ম্লান হয়ে যায় বেলা গড়াতেই। লাদাখ সীমান্তে চীনের হামলায় এক কোলোনেল সহ দুই সেনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শেয়ার সূচকের পতন শুরু হয়৷ বিশেষজ্ঞদের ধারণা, ভারত এবং চীনের বর্তমান পরিস্থিতিতে শেয়ার বাজারে তার আরও বিরূপ প্রভাব পড়তে চলেছে।