ভারতীয় সেনা বেআইনি কাজ করছিলো -চীন
কলকাতা টাইমসঃ
সীমান্তে সংঘর্ষের ঘটনায় ভারত এবং চীন দুজনেই দুজনের ওপর দোষারোপ করে চলেছে। আজ ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, চীন পরিকল্পিত ভাবেই এই হামলার ঘটনা ঘটায়। বেজিংয়ের নির্দেশেই এই ঘটনা বলে মনে করছে ভারত সরকার।
অন্যদিকে চীন একই ভাবে ভারতীয় বাহিনীর দিকে আঙ্গুল তুলেছে। চীনের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম সীমান্তের মুখপাত্র ঝ্যাং শুইলির বক্তব্য, ভারতীয় সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা লংঘন করে বেআইনি কাজ চালাচ্ছিল এবং ইচ্ছে করে প্ররোচণা দেয় আর চীনা বাহিনীকে আক্রমণ করে। তারই ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে ‘ভয়ঙ্কর’ শারীরিক সংঘাত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।