১ জন মেজর এবং ৩ জন লেফটেনেন্ট কর্নেল সহ ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিলো চীন
কলকাতা টাইমসঃ
একজন মেজর এবং তিন জন লেফটেনেন্ট কর্নেল সহ ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিলো চীন। সূত্রের খবর, গালোয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের পর এদের তুলে নিয়ে গিয়েছিলো লাল ফৌজ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সীমান্তের ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে ধৃতদের ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়।
জানা যাচ্ছে, বুধবার দুদেশের মধ্যে সংঘর্ষউত্তর বৈঠকের পরই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় চীন। যদিও সেনাদের নিঁখোজ থাকার বিষয়টি গতকাল অস্বীকার করে সাউথ ব্লক। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু এবং ৭৬ জনের আহত হওয়ার কথা স্বীকার করে নেয় ভারত সরকার। অন্যদকে অন্তত ৪৩ জন চীনা সেনার হতাহতের খবর পাওয়া গেছে।