লাদাখ নিয়ে উত্তেজনার মাঝেই সীমান্তে হাজির নেপালের সেনাপ্রধান
কলকাতা টাইমসঃ
লাদাখ নিয়ে উত্তেজনার মাঝেই সীমান্তে হাজির নেপালের সেনাপ্রধান পূর্ণ চন্দ্র থাপা। একই সঙ্গে সীমান্তে তাদের সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে নেপাল। প্রসঙ্গত, কালাপানি, লিপুলেখ ও লিপিয়াধুরা নামে ভারতের তিনটি অংশকেই নিজেদের বলে মানচিত্রে স্থান দিয়েছে নেপাল। আজই দারচুলায় একটি নতুন পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধন করা হয়।
নেপালের সেনাপ্রধান জানান, দারচুলা জেলায় ডামলিং, দারচুলা, লেকাম, লালি, মালিকার্জুন ও জলজিবি এলাকায় ৬ টি সেনা চৌকি তৈরি হবে। এছাড়া ছাংড়ুতে তৈরী করা হবে সেনা হাসপাতাল। এই মুহূর্তে ভারত সীমান্তে নেপালের ১২১ টি সেনা চৌকি রয়েছে। যা বাড়িয়ে ৫০০ টি করার পরিকল্পনা রয়েছে নেপালের।