সামনে যুদ্ধ, তাই বন্ধ রাম মন্দির নির্মাণ
কলকাতা টাইমসঃ
চীনের অগ্রাসন রোখাই এখন দেশের একমাত্র এবং প্রধান কাজ, তাই আপাতত রাম মন্দির নির্মাণের কাজ স্থগিত রাখলো মন্দির কতৃপক্ষ। প্রসঙ্গত চলতি মাসেই এই বহু বিতর্কিত এই মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল। গত ৯ নভেম্বর ভারতের শীর্ষ আদালত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়।
আজ শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় রাম মন্দির ট্রাস্ট। তারা জানায়, ‘এই মুহূর্তে দেশকে রক্ষা করাই সব থেকে গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত, গত সোমবার গালওয়ান উপত্যকায় চীন সেনাদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাম মন্দির ট্রাস্ট। মৃত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপাতত মন্দির নির্মান স্থগিত রাখার পরিকল্পনা করেছে তারা।