পাকিস্তানের একটি অস্ত্র বোঝাই ড্রোনকে গুলি করে নামালো বিএসএফ
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের একটি অস্ত্রবোঝাই ড্রোনকে গুলি করে নামালো সীমান্তরক্ষী বাহিনী। শনিবার ভোর ৫টা নাগাদ জম্মু কাশ্মীরের কাঠুয়া সেক্টরের পানেসরে বিএসএফ চৌকির নজরে পরে যায় এটি। পুলিশ সূত্রে খবর ড্রোনটি প্রায় ৮ ফুট চওড়া। ভারতীয় আকাশসীমার প্রায় ২৫০ মিটার ভেতরে ঢুকে পড়ে এটি। ড্রোনটিকে লক্ষ্য করে মোট ৯ রাউন্ড গুলি চালান হয়।
ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জঙ্গিদের অস্ত্র সরবরাহ করতেই পাক ড্রোনটিকে পাঠানো হয়েছিল বলে মনে করছে পুলিশ। নির্দিষ্ট জঙ্গির নামও জানতে পেরেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও কুপওয়ারা, রাজৌরী ও জম্মু সেক্টরে অস্ত্র পাচারের চেষ্টা করে পাকিস্তান।