সুন্দরবনের চোরাশিকারিদের শায়েস্তা করবে লাদেনকে কাবু করা কুকুর
কলকাতা টাইমসঃ
এবার সুন্দরবনের চোরাশিকারিদের শায়েস্তা করতে আসছে লাদেনের খোঁজ দেওয়া এক বিশেষ প্রজাতির কুকুর! জানা যাচ্ছে, এটি বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির একটি কুকুর। বুদ্ধিমত্তা এবং কমর্দক্ষতার নিরিখে বিশ্বে এই প্রজাতির কুকুরের জুড়ি মেলা ভার। উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানে লুকিয়ে থাকা ওসামাকে ট্র্যাক করেছিল সায়ানারই এক পূর্বপুরুষ। এমনকি গত বছর সিরিয়ায় আইএস নেতা বাগদাদিকেও খুঁজে করে কোনান নামে একটি ম্যালিনয়। লুকনো ল্যান্ডমাইন খুঁজতে অত্যন্ত দক্ষ এই কুকুর।
মধ্যপ্রদেশে বিএসএফ এর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনের পর আজ সায়ানা এবং অরল্যান্ডো নামে দুটি ম্যালিনয় গভীর রাতে পৌঁছনোর কথা। সায়নাকে সুন্দরবনে এবং অরল্যান্ডোকে গরুমারা ন্যাশনাল পার্কে পাঠানোর কথা রয়েছে।২০১৭ সালে প্রথম এই প্রজাতির কুকুর পশ্চিমবঙ্গের বন দপ্তরের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ।