January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আজব : ২ জানুয়ারি রাত ১০টা ৩৬ মিনিট কনসিভ করার আদর্শ সময়! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ফ্যামিলি প্ল্যান করছেন? সামনের বছরেই চান বেবি? জেনে নিন কেন ২ জানুয়ারি রাত ১০টা ৩৬ মিনিটের মিলন প্রেগন্যান্সিতে হেল্প করে| সম্প্রতি বিদেশে প্রকাশিত এক স্টাডিতে দেখা গেছে প্রায় এক চতুর্থাংশ মানুষ কনসিভ করেন ক্রিসমাস হলিডেতে| এবং বেশিরভাগ মানুষ কনসিভ করার চেষ্টা করেন ২ জানুয়ারি| তাই জন্য ইউ কে তে ২ জানুয়ারিকে বলা হয় ন্যাশনাল বেবি মেকিং ডে| কিন্তু কেন দোসরা জানুয়ারি? তার ও কারণ আছে| ক্রিসমাস হলিডেতে আনন্দ করে হালকা ফুরফুরে খুশি মেজাজে থাকে কাপলরা| হলিডেতে পরস্পরের সাথে অনেকটা টাইম পাওয়ার জন্য সম্পর্কের নৈকট্য ও বাড়ে|

আত্মীয় বন্ধুদের সাথে উৎসব পালনের পর কাপলরা পরস্পরের সাথে সময় কাটাতে চান। ম্যাক্সিমাইজ করতে চান পারস্পরিক সঙ্গের সময়টা। এছাড়া সুন্দর ফেস্টিভ মুডে হলিডে স্পেন্ড করার পরে কাজে ফিরে যাওয়ার সময় ও ঘনিয়ে আসে| আসন্ন বিচ্ছেদের বেদনায় আরো কাছাকাছি হয় দম্পতি| সেই সময়ের মিলন হয় ভালোবাসায় মধুর| আর রাত ১০:৩৬ ই হচ্ছে মিলনের আদর্শ সময়| কারণ স্টাডিতে প্রকাশ ৭১% মানুষ মিলিত হন রাত ১০:৩৬ এ| তাহলে আর দেরি কিসের? দোসরা জানুয়ারি তো সামনেই! বাকল ইউর সিট বেল্টস অ্যান্ড গিয়ার আপ ফর দ্য ডে! আড্ডার শুভ কামনা থাকলো আপনার ঘরে নতুন অতিথির জন্য| চিয়ার্স!

Related Posts

Leave a Reply