November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘দাড়ি কাটলে ১০০, পোশাকে ২৫ ডলার জরিমানা’

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নতুন ফতোয়া জারি করেছে।  বলা হয়েছে, দাড়ি কাটলে বা কাটালে ১০০ মার্কিন ডলার জরিমানা। এর আগে দাড়ি কাটার জন্য দৈহিক শাস্তি দেওয়া হতো।

আরো একটি ফতোয়া জারি করেছে আইএস।  মহিলারা আটসাঁট পোশাক পরলে জনপ্রতি ২৫ মার্কিন ডলার জরিমানা দিতে হবে।  এ কারণে আগেও শাস্তি দেওয়া হতো।

আমেরিকার তথ্যপ্রবাহ ও বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান আইএইচএস ইনকরপোরেশন স্থানীয় গণমাধ্যমের খবরের ওপর তাদের এক গবেষণায় জানিয়েছে, অর্থের উৎস কমতে থাকায় বিভিন্ন খাতে কর ও জরিমানার পরিমাণ বাড়িয়েছে আইএস।অর্থ সংকট কাটিয়ে উঠতেই নাকি তারা এ পথ বেছে নিয়েছে।

ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিজস ধাঁচের কড়াকাড়ি শাসন জারি করেছে আইএস।  কেউ কথা না শুনলে শিরশ্ছেদ করা হয়।
আইএইচএসের জ্যেষ্ঠ বিশ্লেষক লুদোভিকো কারলিনো জানিয়েছেন, তেলের বাজার পড়ে যাওয়ার পর কালোবাজারে তেল বিক্রি থেকে আইএসের আয় কমে যাওয়ায় কর বাড়িয়েছে তারা।

গত বছরের সেপ্টেম্বর থেকে সব কিছুতে কর ও জরিমানার পরিমাণ বাড়িয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করেছে তারা।

২০১৪ সালে আইএসের উত্থানের পর এ পর্যন্ত নানা ফতোয়া জারি করেছে তারা।  এবার যোগ হলো দাড়ি কাটলে ১০০ ডলার জরিমানা।  নারীরা আটসাঁট পোশাক পরলে ২৫ ডলার জরিমানা।

Related Posts

Leave a Reply