ভারতের বিরুদ্ধাচারণ নিয়ে ভুটানের প্রতিক্রিয়া
কলকাতা টাইমসঃ
২৪ ঘন্টার মধ্যেই ইউ টার্ন নিলো ভুটান। হঠাৎই কোনো কারণ ছাড়াই ভারতের আসামে প্রবেশ করা সেদেশের জল বন্ধ করে সমালোচনার মুখে পরে প্রতিবেশী এই রাষ্ট্র। আসামের বাকসা জেলায় শুরু হয় প্রবল বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই চীনকে ভারতের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে আসছে ভুটানের বিরুদ্ধে।
এমনই পরিস্থিতিতে ভুটানের বক্তব্য, উদ্যেশ্যপ্রণোদিত ভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আজ শুক্রবার ভুটানের পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতীয় কৃষকদের জল না দেওয়ার খবর সঠিক নয়। বাকসা ও উদালগুড়ির কৃষকদের জন্য ভুটান জল বন্ধ করবে না। ভুটানের প্রকাশ করা ওই বিবৃতিতে বলা হয়, আগামী দিনেও আসামের বাকসা এবং উদালগুড়ি আমাদের জল পাবে।