লাদাখে ৪৫ হাজার সেনা এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র মোতায়েন করলো ভারত
কলকাতা টাইমসঃ
ক্রমেই বাড়ছে উত্তেজনা। লাদাখ নিয়ে সম্মুখ সমরে ভারত-চীন দুই দেশ। ইতিমধ্যেই সেখানে প্রায় ৪৫ হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে বলে খবর। এমনকি ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্রও সেখানে মোতায়েন করতে শুরু করেছে ভারত। কোনো অবস্থাতেই চীনকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় ভারত। এদিকে, গালওয়ানের বিস্তীর্ন এলাকায় বর্তমানে চীনা সেনাদের চারণভূমিতে পরিণত হয়েছে। আকাশের দখল নিয়েছে চীনের গোয়েন্দা ড্রোন।
পাশাপাশি ভারতীয় সেনার তরফে সেখানে মোতায়েন করা হয়েছে ইসরায়েল থেকে আনা নজরদারি ড্রোন ‘হেরন’। চীনা সেনারা পিপি-১৪ এলাকায় দাঁড়িয়ে থাকায় ভারতীয় সেনারা নিজেদের ১০, ১১, ১১-এ, ১২ এবং ১৩ নম্বর পেট্রোলিং পয়েন্টে পৌঁছাতে পারছে না। এই মুহূর্তে ভারতের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে চীনা বাহিনী। ভারতের বটল-নেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট বর্তমানে চীনের দখলে।