করোনায় ধরাশায়ী পাকিস্তানী ক্রিকেট দল
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের ক্রিকেটে ভয়াবহ করোনার থাবা। ইতিমধ্যেই ভয়াবহ ভাইরাসের কবলে অন্তত ১০ জন পাকিস্তানী ক্রিকেটার। তাদের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে তারা জানিয়ে দেয়, পরিস্থিতি যাই হোক নির্ধারিত সময়েই ইংল্যান্ড সফরে যেতে তারা বদ্ধপরিকর। প্রসঙ্গত, আগামী রবিবারই ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা পাকিস্তানের।
করোনা আক্রান্ত ১০ জন পাকিস্তানি ক্রিকেটারকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা কেউ ইংল্যান্ড সফরে থাকবে না বলে জানিয়েছে পিসিবি। যদিও ইংল্যান্ডে পৌঁছনোর পর তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ৩ টি টেস্ট এবং ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। ম্যাচগুলো অবশ্যই দর্শকশুন্য হবে।