‘চাকরিজীবী কিন্তু বামপন্থী পাত্র চাই’!
যদিদং হৃদয়ং মম’ বলার আগে জেনে নিতে হবে, রাজনৈতিক আদর্শের মিল রয়েছে তো? আর এই মর্মেই বিয়ের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সংবাদপত্রে। বোনের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপনে জানিয়েছেন, বোনের জন্য বামপন্থী চাকরিজীবী পাত্র চাই। সরকারি চাকুরে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এনআরআই- এমন বহু দাবিই বিজ্ঞাপনে জানিয়ে থাকেন পাত্রীর পরিবার। কিন্তু এমন স্পষ্টভাবে রাজনৈতিক মতাদর্শের উল্লেখ সচরাচর থাকে না। যোগাযোগ করে জানা গিয়েছে, বামপন্থার পরিবেশেই বেড়ে উঠেছেন সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতা। পাত্রীটি তাঁর সহোদরা না হলেও ছোট থেকে বেড়ে উঠেছেন ওই পরিবারেই। ফলে বাম আদর্শে বিশ্বাসী তিনিও। তাই শ্বশুরবাড়ি যেন তেমন হয়, তা স্পষ্ট করে জানিয়ে দিতেই এই বিজ্ঞাপন।
বিজ্ঞাপনদাতা দাদার কথায়, আমি চাই, বিয়ের পরে বোনের পরিবারেও যেন প্রগতিশীল মানসিকতার চর্চা বহাল থাকে। রাজনৈতিক আদর্শ আলাদা হলে জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে। সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্রের কথায়, এমন বিজ্ঞাপন আমার অন্তত আগে চোখে পড়েনি। এটা অবশ্যই অগ্রগতির নিদর্শন। যদিও ভালোবাসায় আদর্শ বাধা হতে পারে না। তবে বর্তমানে যে রাজনীতি চলেছে, তার প্রেক্ষিতে আদর্শ স্পষ্ট করে দিয়ে বিজ্ঞাপনদাতা ভালোই করেছেন। বিয়ের আগে রক্ত পরীক্ষার মতো পরস্পরের রাজনৈতিক আদর্শও আগে থেকে জানা উচিত।