November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতের বিরুদ্ধে গিয়ে এবার অস্তিত্য সংকটের মুখে নেপাল সরকার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতের বিরুদ্ধে গিয়ে এবার অস্তিত্য সংকটের মুখে নেপাল সরকার। দলের অন্দরেই প্রবল চাপের মুখে সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি এতটাই জটিল যে, গতকাল রবিবার তিনি আক্ষেপ করে বলেন, ভারত সরকার তাকে উৎখাত করার পরিকল্পনা করছে। নেপালের প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।

সম্প্রতি কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হওয়া দলের স্ট্যান্ডিং কমিটির মিটিংএ নিজের কৃতকর্মের জন্য অনেকটাই কোনঠাসা হয়ে পড়েন ওলি। সেখানে তার পদত্যাগের জন্য জোরালো দাবি তোলা হয়েছে বলে খবর। বিদ্রোহের মুলে রয়েছেন প্রাক্তন মাওবাদী নেতা পুষ্প কুমার দাহাল প্রচন্ড। বর্তমান কমিউনিস্ট পার্টির দলীয় প্রধানও তিনি। প্রসঙ্গত, গত ১৩ জুন ভারতের কিছু অঞ্চলকে নিজেদের বলে দাবি করে তাদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে নেপাল।

Related Posts

Leave a Reply