‘ফের ঘটাব ২৬/১১’, পাকিস্তান থেকে ফোনে হুমকি
কলকাতা টাইমস :
২৬ নভেম্বর ২০০৮ সাল কে ভুলতে পারে ? মুম্বাইয়ের বুকে সেই অভিশাপের ঘা এখনো যেন দগদগে।আর এরই মাঝে নতুন করে হামলার ছক কষছে পাকিস্তান। গোপন সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে ফের হামলা হতে পারে বাণিজ্য নগরী মুম্বাইয়ে। মঙ্গলবার রাতের এক ফোন কলে নিজেকে লস্কর এ তইবার জঙ্গি বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি দুটি বিলাসবহুল হোটেল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পাকিস্তানের নিশানায় রয়েছে কোলাবার তাজ মহল প্যালেস হোটেল, বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, ফোনটি এসেছিল পাকিস্তান থেকে। প্রথম ফোনটি আসে রাত ১২ টা৩০ মিনিটে। তাজ মহল প্যালেস হোটেলের কর্মী সেই ফোন ধরেন। এই হোটেলে ফের হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এসময় ২০০৮ সালের ভয়াবহ হামলার কথা উল্লেখ করে সে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের৷ হামলায় জড়িত সন্দেহে লস্কর-ই-তইবা কমান্ডার জাকিউর রহমান লাকভি সহ সাতজনকে গ্রেফতার করে পাক পুলিশ৷ তবে এখনো মামলার সমাধান হয়নি৷ ঘটনাটি ঘটেছিল ছত্রপতি শিবাজি টারমিনাস রেলওয়ে স্টেশনে, কামা হাসপাতাল, নারিম্যান হাউজ বিসনেজ এন্ড রেসিডেনশিয়্যাল কমপ্লেক্স, লিওপোল্ড ক্যাফে, তাজ হোটেল এবং ওবেরয় ত্রিডেন্ট হোটেলে।
মনে করিয়ে দি, জলপথে মুম্বইয়ের বুকে ঢুকে এমন নৃশংস হামলার নেপথ্যে ছিল পাকিস্তানি জঙ্গিনেতা হাফিজ সাইদ। যাকে পরবর্তীকালে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়েছে।